January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 23rd, 2024, 7:41 pm

আসছে নতুন লুকে শাকিব ও মারুফ

অনলাইন ডেস্ক :

এবারের ঈদে শাকিব খানের নতুন ছবির সাথেই ফাইট করবে কাজী মারুফের ‘গ্রীন কার্ড’ চলচ্চিত্রটি। এমনটাই বললেন চিত্রনায়ক ও প্রযোজক কাজী মারুফ। কাজী মারুফ বলেন, ‘আমি কখনো কারো ভয় বা অনুকম্পায় চলিনি, তাই সমানে সমানেই ফাইট করতে চাই। ঈদেই ছবিটি নিয়ে আসব। এখানে কারো সাথে বিরোধ নেই আমার। আমি চাই একটা সুস্থ প্রতিযোগিতার ভেতর দিয়েই ছবি মুক্তি দিতে।’ উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছর ধরেই আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করছেন কাজী মারুফ। সেখানেই নির্মাণ করেছেন তার ‘গ্রীনকার্ড’ মুভিটি। ছবি প্রসঙ্গে কাজী মারুফ বলেন, ‘আমার এই ছবিটি আমেরিকান বাঙালিদের জীবনের কঠিন বাস্তবতা নিয়ে তৈরি। যা মানুষকে ভাবাবে, যারা আমেরিকার জীবন সম্পর্কে জানেন বা খোঁজ রাখেন, বা যাদের আত্মীয়স্বজন রয়েছে, তাদের কাছে মনে হবে এটা তো আমারই গল্প।’ ছবিটি রিলিজ দিতেই মার্চে কাজী মারুফ আসবেন ঢাকায়। এসে ছবিটি সেন্সর করবেন। এবং রিলিজের সকল প্রস্তুতি নেবেন।

ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাজী মারুফর বাবা বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেছেন, ‘ছবিটি যেকোনো সময়ে মুক্তি দিলেই দর্শকরা তা গ্রহণ করবে বলে আমি মনে করি।’ এদিকে আরো একটি চমক লাগানো খবর হলো, একসাথে একই ছবিতে আসতে পারেন শাকিব খান ও কাজী মারুফ। শাকিব খানের গ্রীনকার্ড নেবার সময় দীর্ঘদিন প্রবাস যাপনেই কাজী মারুফের সাথে পুরোনো শীতল সম্পর্কের অবসান হয়। তারা এখন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। তাই দুজনকে একই ছবিতে দেখা যাবে কি-না, এমন প্রশ্নে কাজী মারুফ বলেন,‘ শাকিবই অফার করেছে আমাকে, তার সাথে ছবি করার জন্য। বলেছে আমার বাবাকে গল্পটা লিখতে। এখন দেখা যাক। তবে এটুকু আশ্বস্ত করতে পারি আমরা এক মুভিতে আসব খুব শিগগিরই।’