January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 12th, 2023, 7:52 pm

আসছে নতুন সিনেমা ‘অটোপসি অফ এ জেনোসাইড’

অনলাইন ডেস্ক :

রোহিঙ্গা গণহত্যার পাঁচ বছর পর, বাংলাদেশি পর্তুগিজ নির্মাতা সোহেল রহমান নির্মাণ করছেন তাঁর নতুন চলচ্চিত্র ‘অটোপসি অফ এ জেনোসাইড’। উখিয়ার শরণার্থী শিবিরে ইতোমধ্যে চিত্রায়ন শুরু করেছেন তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্মম গণহত্যার একটি গভীর বিশ্লেষণ, তাদের ট্র্যাজেডি, আশা এবং বেদনার গল্প। রোহিঙ্গা সম্প্রদায়ের ভবিষ্যৎ এবং মায়ানমারের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও রক্তপাতের উপর আলোকপাত করবে এ সিনেমা। সোহেল রহমান জানিয়েছেন, এই সিনেমা নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর গণহত্যার গল্প তুলে ধরার পাশাপাশি চলচ্চিত্রটি বিশ্ব সম্প্রদায়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবে। এর আগে ২০১৭ সালের রোহিঙ্গা গণহত্যা নিয়ে সোহেল নির্মাণ করেন ‘দ্যা আইসক্রিম সেলারস’।