অনলাইন ডেস্ক :
সংগীতশিল্পী অন্বেষণে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো হয়। বিচারকদের যাচাই-বাছাইয়ে উঠে আসে প্রতিভাবান শিল্পী। লোকগানের প্রতিযোগিতার মাধ্যমে রিয়েলিটি শোর জগতে নতুন দিক উন্মোচিত করেছে ‘বাংলার গায়েন’। আরটিভির ‘বাংলার গায়েন সিজন-১’-এর জনপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে সিজন-২। দেশ এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষী ১৬ বছর বা তার চেয়েও বেশি যে কেউ অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। রেজিস্ট্রেশনের জন্য যে কোনো একটি লোকগান খালি গলায় অথবা একটি বাদ্যযন্ত্রের সাহায্যে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে পাঠিয়ে দিলেই হবে এই https://forms.gle/WCKz6zDR3wamD8ZH6 লিংকে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ জুলাই।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির