January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 7:38 pm

আসছে ‘বাংলার গায়েন সিজন-২’

অনলাইন ডেস্ক :

সংগীতশিল্পী অন্বেষণে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো হয়। বিচারকদের যাচাই-বাছাইয়ে উঠে আসে প্রতিভাবান শিল্পী। লোকগানের প্রতিযোগিতার মাধ্যমে রিয়েলিটি শোর জগতে নতুন দিক উন্মোচিত করেছে ‘বাংলার গায়েন’। আরটিভির ‘বাংলার গায়েন সিজন-১’-এর জনপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে সিজন-২। দেশ এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষী ১৬ বছর বা তার চেয়েও বেশি যে কেউ অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। রেজিস্ট্রেশনের জন্য যে কোনো একটি লোকগান খালি গলায় অথবা একটি বাদ্যযন্ত্রের সাহায্যে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে পাঠিয়ে দিলেই হবে এই https://forms.gle/WCKz6zDR3wamD8ZH6 লিংকে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ জুলাই।