April 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 8th, 2025, 2:58 pm

আসছে মোশাররফ করিমের নতুন ছবি ‘কুরবাবু’

অনলাইন ডেস্ক

গেল ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর’। ছবিটি নিয়ে শুরুতে দর্শকের আগ্রহ খুব একটা না থাকলেও এখন ‘চক্কর’-এর প্রায় সব শো হাউজফুল যাচ্ছে। এমন সফলতার মধ্যে এই অভিনেতার নতুন ছবির খবর পাওয়া গেল।

জানা গেছে, সদ্যই আরও একটি ছবির কাজ শেষ করতে যাচ্ছেন মোশাররফ করিম। সরকারি অনুদানের এ ছবিটির নাম ‘কুরবাবু’। ছবিটি পরিচালনা করেছেন নূর ইমরান। ছবিটির শুটিংও এখন শেষের দিকে।

শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এ ছবিটি। ছবিতে ‘ইব্রাহিম বক্স’ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।

সম্প্রতি গণমাধ্যমকে নূর ইমরান বলেন, ‘আর মাত্র এক দিনের শুটিং করলেই আমাদের ছবির শুটিং পুরোপুরি শেষ হবে। গতবছর আমরা এই ছবির শুটিং শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি।’

এদিকে মোশাররফ করিম অভিনীত আরেকটি সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বাংলা নববর্ষে। এই সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। এটিও সরকারি অনুদানের সিনেমা।