December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 22nd, 2024, 7:44 pm

আসছে সারিকার মায়া

অনলাইন ডেস্ক :

একসময়ের ব্যাপক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। মাঝে কয়েক বার বিরতির পর গত বছর থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন এই অভিনেত্রী। তবে বেছে বেছে ভালো গল্পের নাটক পেলে কাজ করেন তিনি। এবার অভিনেত্রীকে দেখা যাবে ওয়েব ফিল্মে। এর নাম ‘মায়া’। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন ‘তুফান’ নির্মাতা রায়হান রাফি। রায়হান রাফির নির্মানে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সারিকার ওয়েব ফিল্মটির টিজার। এরপর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন সারিকা।

টিজারে সারিকার অভিনয়ের ঝলক দেখেই নেটিজেনরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পারিবারিক টানাপোড়েন ও এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। তার সঙ্গে দেখা যাবে মামনুন ইমনকে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তাই ফুটে উঠেছে টিজারে।

জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘টিজার প্রকাশের পর থেকে অনেকেই এর প্রশংসা করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন ফিল্মটি দেখার। অনেকেই অপেক্ষায় রয়েছেন।

বন্ধু, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের বেশ প্রশংসা পেয়ে আমি নিজেও অপেক্ষায় আছি কখন সিনেমাটি দেখব।’ গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়া নির্মিত হয়েছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করেন-সে চেষ্টা করেছি।’