অনলাইন ডেস্ক :
সুমি শবনম এবার নিয়ে আসছে নতুন গান ‘চান তারা জোসনা’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম। গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটির ভিডিওতে অভিনয় করেছেন আলভি মামুন ও আনফি সিনহা। কোরিওগ্রাফী করেছেন রোহান বিল্লাল। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। এই গায়িকা জানান, ‘এই গানটি একটু ব্যতিক্রমী গান। মানে অতি সম্প্রতি আমি যে গানগুলো করেছি তার থেকে আলাদা। আমি আমার শ্রোতাদের একটু ভিন্ন ধারার গান উপহার দিচ্ছি।
অবশ্য শ্রোতাদরে কথা চিন্তা করে, পর্যাপ্ত সময় নিয়ে গানটি করেছি। তাই আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আর গানটির ভিডিওটাও একটু ভিন্ন ভাবে করা হয়েছে। যা দর্শক- শ্রোতাদের দোলা দিয়ে যাবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৩ নভেম্বর সোমবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘চান তারা জোসনা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

আরও পড়ুন
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু
হঠাৎ দেখা দিলেন নব্বই দশকের মডেল রিয়া