January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 12th, 2022, 7:41 pm

আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অব জেনোসাইড’

অনলাইন ডেস্ক :

শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অব জেনোসাইড’। চলচ্চিত্রটি রচনা করেছেন হাসনাত বিন মাতিন। মূল ভাবনায় আমিনুল ইসলাম ইমন। পরিচালনা করেছেন সৌরভ কুন্ডু। আপ স্টুডিওর ব্যানারে নির্মিত এটি প্রযোজনা করেছেন হামিদুল হাসান নবীন। অভিনয় করেছেন রওনক হাসান, পূর্ণিমা বৃষ্টি, জে. আই মোহসান, বিপুল, টিপু, আনিকা তাবাসসুম ও ইমতিয়াজ। নির্মাতা জানিয়েছেন, ‘বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে এটি নির্মাণ করেছি। বাঙালি জাতিকে মেধাশূণ্য করার লক্ষ্যে পাকিস্তানিরা এদেশের দেশদ্রোহীদের সহযোগিতায় যে হত্যাযজ্ঞ চালায় তারই রেশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছোট্ট এই কাজের মধ্য দিয়ে।’ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ‘ডায়েরি অব জেনোসাইড’ আপ স্টুডিও প্রডাকশন হাউস অ্যান্ড পাবলিকেশনের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।