January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 26th, 2022, 7:38 pm

আসছে ১৬ ডিসেম্বর দেখা যাবে ‘জয় বাংলা’

অনলাইন ডেস্ক :

‘জয় বাংলা’র মতো এতোটা আবেগী ও জনপ্রিয় শব্দযুগল বোধহয় বাংলাদেশিদের কাছে আর নেই। এ নিয়ে গান আছে, স্লোগান আছে। কিন্তু কোনো সিনেমা ছিল না। গুণী নির্মাতা কাজী হায়াত নির্মাণ করেছেন ‘জয় বাংলা’ নামে সিনেমা। এতে জুটি হয়ে কাজ করেছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। এবার জানা গেল, ‘জয় বাংলা’ সিনেমাটি মুক্তি পাবে ১৬ ডিসেম্বরে। তথ্যটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেন, ‘জয় বাংলা’ সিনেমাটি সব কাজ শেষ হয়েছে। আগামী সাপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সেন্সর পেলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ‘জয় বাংলা’ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন লেখক ও শিক্ষক মুনতাসীর মামুন। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। ‘জয় বাংলা’ সিনেমাটিতে বাপ্পী-মিতু ছাড়াও অভিনয় করেছেন শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুল প্রমুখ।