May 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 5th, 2025, 4:00 pm

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাহজাদপুরের তালগাছি গরু হাটের গরু ব্যবসায়ীদের সাথে অতিরিক্ত ডিআইজির মত বিনিময় সভা

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে বগুড়া  হাইওয়ে  রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী তালগাছি গরুর হাটের গরুর ব্যাপারীদের সাথে ৪ মে ২০২৫ রবিবার  সকাল ১০ টা গাড়াদহ  ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আলোচিত বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য  শাহজাদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী তালগাছি পশুর হাটের আইনশৃঙ্খলা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়ন ব্যবসায়ীরা তুলে ধরেন।

শাহজাদপুর   উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের  পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি  পদে পদোন্নতিপ্রাপ্ত)  মোঃ শহিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন   হাটিকুমরুল  সিরাজগঞ্জ রোড হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রউফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ইউপি সদস্য ও গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ মেম্বার  সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পশু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় ব্যবসায়ীরা তালগাছি পশুর হাটের পরিবেশ বিগত দিনের চেয়ে উন্নয়ন হয়েছে বলে জানান। অনুষ্ঠানটি সার্বিকভাবে উস্থাপনা করেন  শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং গাড়াদহ  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার