January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 2nd, 2021, 7:43 pm

আসন্ন বিশ্বকাপে কোহলির উইকেট নিতে চান শরিফুল

অনলাইন ডেস্ক :

অভিষেকের পর প্রায় প্রতিটি ম্যাচেই তিনি প্রতিভার সাক্ষর রেখেছেন। যে কারণে সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। আসন্ন বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে হয়ে বাছাইপর্ব পার করতে হবে বাংলাদেশকে। তারপর দেখা হবে ভারত-পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশের তরুণ এই পেসার মনস্থির করেছেন যে, সুযোগ পেলে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলির উইকেট নেওয়ার চেষ্টা করবেন। ছোট্ট ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলে ফেলেছেন শরিফুল। কিন্তু ভারতের বিপক্ষে খেলা হয়নি। এই বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। কিন্তু দেশটিতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টুর্নামেন্ট সরানো হয় আরব আমিরাতে। স্পোর্টিং উইকেটে ভারত আসরের অন্যতম ফেবারিট। ২০ বছর বয়সী এই বোলার মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ভারতের বিপক্ষে খেললে অবশ্যই চেষ্টা করব বিরাট কোহলির উইকেট নিতে।’ শরিফুল এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। কিন্তু তিনি আরও তিন বছর আগে পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। শরিফুল-আকবর-তানজিতদের হাত ধরেই বাংলাদেশ প্রথম বৈশ্বিক কোনো শিরোপা অর্জন করেছে। এবার বড়দের বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত শরিফুল। তিনি বলেন, ‘গত বছর যুব বিশ্বকাপ খেলেছি। তার আগে অন্যরকম অনুভূতি ছিল। এখানেও একই অনুভূতি। ভালোলাগা কাজ করছে।’