January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 3rd, 2024, 8:47 pm

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২

অনলাইন ডেস্ক :

আসামে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জন এবং ২৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারী) ভোরে আসামের গোলাঘাট জেলায় একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে বালিজান এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। গোলাঘাট জেলার পুলিশ সুপার রাজেন সিং এএনআইকে জানিয়েছেন, বুধবার (৩ জানুয়ারী) ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘যাত্রীবাহী বাসটি কামারবান্ধা এলাকা থেকে টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল।

বাসটি বালিজান এলাকায় এলে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ট্রাকটি জোড়হাটের দিক থেকে উল্টো দিকে আসছিল। ঘটনাস্থল থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং দেরগাঁও সিএইচসিতে পাঠানো হয়েছে। আহত ২৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে দুইজন মারা যায়।’ রাজেন সিং আরো বলেন, ‘আমাদের তদন্ত চলছে এবং আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’ ঘটনার পর স্থানীয়রাও ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ চালায়। গোলাঘাট জেলার এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। সূত্র: এনডিটিভি