অনলাইন ডেস্ক :
চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭-এর মাধ্যমে সংগীতে আত্মপ্রকাশ ঘটে মৌমিতার। বিশিষ্ট সংগীতশিল্পী বাবা ত্রিদিব বড়ুয়া রানার কাছে তার প্রথম হাতেখড়ি। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তি পেয়েছে মৌমিতার ‘তোমায় লাগে ভালো’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন মো. সহিদুর রহমান, সুর করেছেন এ আর সরোয়ার। গানের ভিডিও চিত্রধারণ করা হয়েছে ভারতের আসামে। সামনে আসছে আরো বেশ কিছু কাজ। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- শ্রদ্ধেয় কুমার বিশ্বজিতের সুরে আসিফ ইকবালের লেখা ‘পুরো পৃথিবীটিকে সরিয়ে’ গানটি। আরো আসছে লুৎফর হাসানের কথা ও সুরে ‘গুনগুন গান’ লুৎফর হাসানের লেখা ও জনের সুর সংগীতে ‘কে আর আমি তোমার এমন’ ইত্যাদি। মৌমিতার স্বপ্ন- মৌলিক গানের পাশাপাশি সিনেমার গানে নিজেকে প্রতিষ্ঠিত করা।
আরও পড়ুন
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়