January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 4th, 2021, 6:34 pm

আসিফের গানে সুপ্ত ও কাজী শিলা

অনলাইন ডেস্ক :

আসছে বাংলা গানের যুবরাজ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান। শিরোনাম ‘মিথ্যা কথা নয়’। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন নাজির মাহমুদ। এর সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। মাইকেল বাবু ও রতনের কোরিওগ্রাফি এবং পরিচালনায় তৈরি হয়েছে গানটির ভিডিও। এর চিত্রধারন করেছেন রনি লিভার। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে কাজী শিলা ও সবুজ আশরাফ সুপ্তকে। আসিফ আকবর গানটি নিয়ে বলেন, ‘মিথ্যা কথা নয়’ একটি প্রেমের গান। গানের কথা, সুর ও মিউজিক অনেক সুন্দর হয়েছে। অনেকদিন পর গানের ভিডিওর শুটিংয়ে এলাম। করোনার কারণে আসা হতো না। মাইকেল বাবু ও রতন আমার কাজের পুরানো মানুষ বলে তাদের অনুরোধে আসা। আমি মনে করি ভিডিওটি দারুণ হবে। বিশাল আয়োজনে গানটির ভিডিও করা হচ্ছে। সব মিলিয়ে আসিফিয়ানদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ কাজী শিলা বলেন, ‘আসিফ গানের সঙ্গে প্রথম কাজ। বেশ ভালো লাগছে। ছোটবেলা থেকেই তার গানের বড় ভক্ত আমি। আর তার গানের মডেল হয়েছি ভাবতেই ভালো লাগছে। এটা আমার জন্য স্পেশাল। আশা করি, ভালো একটি কাজ হবে।’ সুপ্ত বলেন, ‘আসিফ ভাইয়া জনপ্রিয় একজন শিল্পী। এর আগেও তার গানে মডেল হয়ে কাজ করেছি। আশা করছি, দর্শক ভিন্ন স্বাদের একটি মিউজিক ভিডিও উপহার পেতে যাচ্ছেন।’ এফ আর মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মিথ্যা কথা নয়’ গানটি তাদের নিজস্ব ইউটিউবের ব্যানারে প্রকাশিত হবে।