অনলাইন ডেস্ক :
নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পার্লামেন্টে আস্থা ভোটে জয় পেয়েছেন। মে মাসে দেশটির পার্লামেন্ট ভেঙে দেয়া হয়।
পরে সুপ্রিম কোর্টের রায়ে নিয়োগের কয়েকদিনের মধ্যেই রবিবার এ ভোট অনুষ্ঠিত হলো।
আস্থা ভোটে জয় পেতে ১শ ৩৬ ভোট প্রয়োজন। দেউবা পেয়েছেন ১৬৫ ভোট। তার বিপক্ষে ভোট পড়ে ৮৩ টি। দেউবা এর আগেও চারবার দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
শের বাহাদুর দেউবা নতুন করে দায়িত্ব নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দেয়ার কথা জানান। তিন মাসের মধ্যে এক তৃতীয়াংশ জনগণকে টিকার আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এর আগে, গত সোমবার সুপ্রিম কোর্ট সংবিধান লঙ্ঘনের দায়ে ক্ষমতায় থাকা কে. পি. শর্মা অলির জায়গায় দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার আদেশ দেন। ক্ষমতা হারানোর পর অলি বলেছেন, আদালত অন্যায্যভাবে তাকে অপসারণ করেছে।
আরও পড়ুন
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন