October 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 29th, 2025, 7:13 pm

আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’! বাতিল হলো ১২৮ জনের গেজেট

 

আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকায় তদন্তে দেখা গেছে—কিছু ব্যক্তি বাস্তবে আহত নন, কেউ আন্দোলনে অংশ নিলেও আহত হননি, আবার কারও নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে। জেলা কমিটির যাচাই-বাছাই শেষে এসব গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভাগভিত্তিকভাবে দেখা যায়—ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেটের ২৭ জন, চট্টগ্রামের ৩৯ জন, খুলনার ৯ জন, রংপুরের ৩ জন, ঢাকার ১৪ জন, রাজশাহীর ১৩ জন এবং বরিশালের ২ জনের গেজেট বাতিল করা হয়েছে।

এর মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায় ১০৫ জনের নাম বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করা ব্যক্তিদের বিরুদ্ধে এবং যারা এতে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/