January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 13th, 2022, 12:15 pm

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ৩

আপডেটেড

অনলাইন ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইলমদিতে ডাকাত সন্দেহে গনপিটুনিতে তিন জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মফিজুল, জহিরুল ইসলাম ও নবী। তাদের বাড়ি সোনারগাঁ ও আড়াইহাজার এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান। তিনি বলেন, ভোরে হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোন করে জানান, তার ইউনিয়নে ডাকাত সন্দেহে তিন জনকে ধরে গণপিটুনি দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গণপিটুনিতে দুই জন মারা গেছেন। বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনিচুর রহমান মোল্লা আরও জানান, ভোরে গার্মেন্ট শ্রমিকদের বহনকারী একটি বাস তারা আটক করে রাখে। এ সময় গ্রামবাসী ডাকাত সন্দেহে তাদের গণপিটুনি দেয়। এতে তিন জন মারা যান। তবে আসলেই তারা ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দুপুর পর্যন্ত এ ঘটনা কোনও মামলা হয়নি বলে জানান তিনি।