October 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 24th, 2025, 5:07 pm

আ.লীগকে ভোটে আনতে দেশি-বিদেশি চাপ নেই: প্রেস সচিব

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে কোনো দেশি বা বিদেশি চাপ নেই, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বারবার জানিয়েছে—আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। সরকারকে কেউ বলেনি তাদের নির্বাচনে ফিরিয়ে আনতে। বরং বিদেশিরা অবাক হয়েছেন এই ভেবে যে—জুলাই আন্দোলনে এত হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুতপ্ত নয়।’

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকার নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একই কাতারে রয়েছে। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ অতীতে তারা ভোট দিতে পারেনি।’

তিনি দাবি করেন, গত ১৫ বছরে দেশে অনুষ্ঠিত প্রায় ১০ থেকে ১৫ হাজার নির্বাচনের অধিকাংশেই অনিয়ম হয়েছে। সে সময়ের এমপিরা ঘুষ খেতেন, ঠিকাদারি নিতেন, এমনকি প্রার্থী নির্ধারণও হতো টাকার বিনিময়ে।

ইতিহাসের উদাহরণ টেনে শফিকুল আলম বলেন, ‘যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৯২ সালে পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে দেশকে জমিদারদের হাতে তুলে দিয়েছিল, তারাও তেমন এক ধরনের জমিদারি চালু করেছিল—ইচ্ছেমতো যাকে যেখানে খুশি বসাতো।’

তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

আরপিওতে ‘না ভোট’ রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “যদি কোনো আসনে একজন প্রার্থী থাকে, তবে জনগণ চাইলে ‘না ভোট’ দিয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারবেন।”

এদিন সকালে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের এবং আরডিসি উম্মে তাহমিনা মিতু।

এনএনবাংলা/