অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকায় লিফলেট বিতরণ করে গ্রেপ্তার হয়েছেন লালমনিরহাটের আলোচিত বিসিএস কর্মকর্তা মুকিব মিয়া। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি বলেন, ডিবি পুলিশ গ্রেপ্তার করে শিক্ষক মুকিবকে থানায় হস্তান্তর করেছে। থানায় তার বিরুদ্ধে সরকারবিরোধী একটি মামলা হয়, সেই মামলায় মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মুকিব মিয়া ৩১তম ব্যাচের বিসিএস (শিক্ষা) ক্যাডার। তিনি সর্বশেষ লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসিমউদ্দিন কাজী আবদুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ছাত্র ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তার লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। এরপরই তাকে খুঁজতে থাকে পুলিশ।

আরও পড়ুন
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী মিলনকে
‘শাপলা কলি’ নয় ‘শাপলা ফুল’ চায় এনসিপি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে শনাক্ত ৯৬৪ জন