সারাদেশ থেকে আওয়ামী লীগের ৩ সংগঠনের লাখ লাখ নেতা-কর্মী শান্তি সমাবেশে যোগ দিয়েছে। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে।
দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এই শান্তি সমাবেশ।
এ ছাড়া “বিএনপি-জামায়াত মদদপুষ্ট সন্ত্রাসের দ্বারা দেশকে আবার ধ্বংস হতে দেব না” এই অঙ্গীকার নিয়ে এই শান্তি সমাবেশে জনগণের ব্যাপক ঢল দেখা গেছে।
জাতীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার নিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন এবং শীর্ষ নেতারা মঞ্চ থেকে তাদের বক্তব্য রাখেন।
সমাবেশের আরেকটি প্রধান বৈশিষ্ট্য ছিল- বিএনপি-জামায়াতের সংগঠিত সহিংসতার শিকার ব্যক্তিরা মঞ্চে উপস্থিত হয়ে তাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন এবং বিচার দাবি করেন।
সমাবেশে যেকোনো সহিংস প্রচেষ্টাকে ব্যর্থ করার আহ্বান জানানো হয়। সেউ সঙ্গে ‘উন্নয়নের দশক যা জাতীয় অগ্রগতির গতিপথ পরিবর্তন করেছে’ তা অব্যাহত রাখার আহ্বান জানান নেতারা।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান