আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ক্ষমতাসীন দলের ৬৯ জন সংসদ সদস্য।
সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন- মো. মাজাহারুল হক প্রধান (পঞ্চগড়-১), মো. দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), এইচএন আশেকুর রহমান (রংপুর-৫), এম এ মতিন (কুড়িগ্রাম-৩), মো. জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), মো. মনোয়ার হোসেন চৌধুরী (গাইবান্ধা-৪), মো. হাবিবর রহমান (বগুড়া-৫), মোহাম্মদ সেলিম উদ্দিন তরফদার (নওগাঁ-৩);
মো. এমাদ উদ্দিন পিকে (নওগাঁ-৪), মো. আয়েন উদ্দিন (রাজশাহী- ৩), এনামুল হক (রাজশাহী-৪), মো. মনসুর রহমান (রাজশাহী-৫), মো. হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ-২), মেরিনা জাহান (সিরাজগঞ্জ-৬), মো. নুরুজ্জামান বিশ্বাস (পাবনা-৪), মো. মোহাম্মদ শহিদুজ্জামান (মেহেরপুর-২), মো. শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩);
মো. নাসির উদ্দিন (যশোর-২), রণজিৎ কুমার রায় (যশোর-৪), মো. সাইফুজ্জামান (মাগুরা-১), মো. আমিরুল আলম (মাগুরা-১), মো. আলম মিলন (বাগেরহাট-৪), পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), বেগম মন্নুজান সুফিয়ান (খুলনা-৩), মো. আখতারুজ্জামান (খুলনা-৬), মীর মোশতাক আহমেদ রবি (সাতক্ষীরা-২), এস.এম. জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), শওকত হাসানুর রহমান (রিমন) (বরগুনা-২) মো. শাহে আলম (বরিশাল-২), পঙ্কজ নাথ (বরিশাল-৪);
আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), মোহাম্মদ হাসান ইমাম খান (টাঙ্গাইল-৪), মো. সানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), আবুল কালাম আজাদ (জামালপুর-১), মো. মুরাদ হাসান (জামালপুর-৪), মো. মোজাফফর হোসেন (জামালপুর-৫), এ.কে.এম. ফজলুল হক (শেরপুর-৩), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৩), কে এম খালিদ (ময়মনসিংহ-৫), আনোয়ারুল আবেদীন খান (ময়মনসিংহ-৯), মনু মজুমদার (নেত্রকোনা-১) ও ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোনা-৫)।
বাকিরা হলেন- নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), এ এম নাঈমুর রহমান (মানিকগঞ্জ-১), মো. কাজী মনিরুল ইসলাম (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), মো. শফিউল ইসলাম (ঢাকা-১০), এ কে এম রহমতুল্লাহ (ঢাকা-১১) মো. সাদেক খান (ঢাকা-১৩), আগা খান মিন্টু (ঢাকা-১৪), মোহাম্মদ ইকবাল হোসেন (গাজীপুর-৩), জহিরুল হক ভূঁইয়া মোহন (নরসিংদী-৩), মঞ্জুর হোসেন (ফরিদপুর) -১), খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), মোয়াজ্জাম হোসেন রতন (সুনামগঞ্জ-১), জয়া সেনগুপ্ত (সুনামগঞ্জ-২);
হাফিজ আহমেদ মজুমদার (সিলেট-৫), নেছার আহমেদ (মৌলভীবাজার-৩), গাজী মো. শাহনেওয়াজ (হবিগঞ্জ-১), মো. আব্দুল মজিদ খান (হবিগঞ্জ-২), মোহাম্মদ এবাদুল করিম (ব্রাহ্মণবাড়িয়া-৫), মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (কুমিল্লা-১), নাসিমুল আলম চৌধুরী (কুমিল্লা-৮), ডা. মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), মো. নুরুল আমিন (চাঁদপুর-২), আয়েশা ফেরদৌস (নোয়াখালী-৬), ইঞ্জি. মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), দিদারুল আলম (চট্টগ্রাম-৪), শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২) ও জাফর আলম (কক্সবাজার-১)।
তবে দুইজন সংসদ সদস্য নিজের ছেলের জন্য দলের মনোনয়ন চাননি।
রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে এখন প্রার্থী ঘোষণা করেনি ক্ষমতাসীন দল।
বিদায়ী একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের মধ্যে আওয়ামী লীগের ২৬২ জন সংসদ সদস্য ছিল। যেখানে জাতীয় পার্টির (জাপা) ২৩ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রত্যেক দল থেকে তিনজন করে, গণফোরাম ও বিকল্পধারা বাংলাদেশের প্রত্যেকটি থেকে দুইজন করে, জাতীয় পার্টি-জেপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রত্যেকটি থেকে একজন করে এবং তিনজন স্বতন্ত্র সংসদ সদস্য।
—-ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান
হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব