বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তার আপিল শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) খারিজ করে দেওয়ায় আসন্ন নির্বাচনের দৌড়ে ছিটকে পড়েছেন তিনি।
তবে শাম্মী আহমেদের আরেকটি আবেদন কমিশন খারিজ করে দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজধানীর নির্বাচন ভবনে শুনানি শেষে শাম্মী আহমেদের করা দু’টি আবেদন খারিজ করে দেয় ইসি।
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দু’টি পিটিশন দাখিল করেন। একটি তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং অন্যটি পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে।
শাম্মী তার পিটিশনে অভিযোগ করেছেন, পঙ্কজ দেবনাথ তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছেন।
এর আগে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে শাম্মীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
১০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের করা আপিল শুনানি ও নিষ্পত্তি শুরু করে ইসি।
—-ইউএনবি

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর