প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না। শুক্রবার সকালে মাগুরার নতুন বাজার এলাকার নিজনান্দুয়ালী নিতাই গৌরপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “সারাদেশে বিপুল সমারোহে ভালো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম-শহরে সর্বত্র প্রচারণা চালাচ্ছেন। তবে আওয়ামী লীগ নিজেদের ডিসকোয়ালিফাই করেছে। গত ১৭ মাসেও তারা নিজেদের ভুল স্বীকার করেনি। রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে অতীতের ভুল স্বীকারের বিকল্প নেই, কিন্তু আওয়ামী লীগ এখনও ভুল স্বীকার করেনি।”
তিনি আরও বলেন, “একটি দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ ও ছাত্রদের ওপর হামলা চালায়, তারা রাজনীতি করতে পারবে না। তাদেরকে কেউ রাজনীতি করার সুযোগ দেবে না। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না।”
শফিকুল আলম অভিযোগ করেন, “বিগত সময়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিজম কায়েম করেছে। স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের অধিকার হরণ করেছে। যুবলীগ ও ছাত্রলীগের মাধ্যমে তারা পুলিশের ও এনএসআইয়ের পদে নিজেদের লোক নিয়োগ করেছে এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ সংশ্লিষ্টদের বিচার করা হবে। তাদের বিচার মুখোমুখি হতে হবে।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান, নিতাই গৌর সেবা আশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয় কর্মকর্তারা।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক
নিপাহ ভাইরাস ছড়িয়েছে ৩৫ জেলায়: হাসপাতালে প্রস্তুতি, জনসচেতনতার ওপর জোর
মাঠ পর্যায়ের ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণে পিকেএসএফ-এর উদ্যোগে “e-GP পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়া” শীর্ষক প্রশিক্ষনের উদ্বোধন