May 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 14th, 2025, 4:32 pm

আ.লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে বিটিআরসিকে চিঠি

 

বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। যার পরিপ্রেক্ষিতে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এর আগে, গত সোমবার (১২ মে) অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। এতে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত। এই নির্দেশনার ভিত্তিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করেছে।