ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপনকে কেন্দ্র করে আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনার কারণে দেশজুড়ে ব্যাপক শব্দদূষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দুই দিনে মোট ৩৮১টি অভিযোগ জমা পড়েছে।
নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর এবং নববর্ষের দিন ১ জানুয়ারি—এই দুই দিনে শব্দদূষণ সংক্রান্ত এসব ফোনকল আসে বলে জানিয়েছে ৯৯৯ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোট অভিযোগের মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে এসেছে ৯৬টি এবং দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে আরও ২৮৫টি ফোনকল। অধিকাংশ অভিযোগই ছিল আতশবাজি ফোটানো, উচ্চশব্দে গান-বাজনা এবং মাইকের অতিরিক্ত ব্যবহার সংক্রান্ত।

আনোয়ার সাত্তার বলেন, প্রতিটি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে তৎপর ছিল।
এদিকে শব্দদূষণ রোধে আইন মেনে উৎসব উদযাপনের জন্য নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএনবাংলা/

আরও পড়ুন
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের