অনলাইন ডেস্ক :
স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। রোববার লিডসে ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪৫ ওভারে। টস জিতে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ২৪ রানে প্রথম উইকেট হারালেও কুইন্টন ডি কক ও রাসি ফন ডের ডুসেনের ব্যাটে ভর করে ভালো শুরু করে প্রোটিয়ারা। দলীয় ৯৯ রানে সাজঘরে ফিরেন ডুসেন (২৬)। এরপর এইডেন মার্করামকে নিয়ে ডি কক খেলতে থাকেন স্বচ্ছন্দে। ২ উইকেটে ১৫৯ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। ডি কক অপরাজিত ছিলেন ৭৬ বলে ৯২ রান করে, আর মার্করাম ব্যাট করছিলেন ২৪ রানে। এমন সময় ফের হানা দেয় বৃষ্টি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ১-১ এর সমতায় শেষ হলো। উল্লেখ্য যে, প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা ৬২ রানে জয়লাভ করে। আর বৃষ্টি বিঘিœত দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড জিতে ১১৮ রানে। সিরিজসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম