অনলাইন ডেস্ক :
তিনশর বেশি রান তাড়ায় অল্পেই ফিরলেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। তবে মিডল অর্ডারে জ¦লে উঠলেন আরিফুল ইসলাম, আহরার আমিন ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ঝড়ো ইনিংসে দারুণ জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতে হতাশায় মোড়ানো চার দলের যুব ওয়ানডে সিরিজের শেষটা অন্তত ভালো হলো বাংলাদেশের।তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারাল আহরারের নেতৃত্বাধীন দল। ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে সোমবার ৩০৪ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৪ বল বাকি থাকতে। যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকে জয়ের নায়ক অধিনায়ক আহরার। পাঁচে নেমে ৮৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১০৮ রানের ইনিংসে ম্যাচের সেরা তিনি।
চার নম্বরে আরিফুল ৭০ বলে ৪ ছক্কা ও ৬ চারে করেন ৮১ রান। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন রিজওয়ান। বড় লক্ষ্য তাড়ায় ৫৩ রানের মধ্যে বিদায় নেন প্রথম তিন ব্যাটসম্যান আদিল বিন সিদ্দিক, আশিকুর রহমান ও রিজান হোসেন। চতুর্থ উইকেটে ১২৪ বলে ১৫২ রানের দারুণ জুটিতে দলকে এগিয়ে নেন আরিফুল ও আহরার। শতকের সম্ভাবনা জাগিয়ে আরিফুল বোল্ড হয়ে ফিরলেও ভুল করেননি আহরার। রিজওয়ানের সঙ্গে ৬৬ বলে অবিচ্ছিন্ন ১০২ রানের বিস্ফোরক জুটিতে জয় নিয়ে ফেরেন তিনি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও বড় পুঁজি পায় মিডল অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে। চারে নেমে ১২ চার ও ৪ ছক্কায় ১০৫ বলে ১০৬ রান করেন হামজা শেখ। ৬৩ বলে ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন চার্লস অ্যালিসন। প্রাথমিক পর্বে ইংল্যান্ডের বিপক্ষে দুবারের দেখাতেই হেরেছিল বাংলাদেশ। এবার ইংলিশদের হারিয়ে প্রতিশোধ নিল তারা। সিরিজে সব মিলিয়ে ৭ ম্যাচে বাংলাদেশের জয় দুটি। প্রথমটি ছিল ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে। ফাইনালে সোমবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ৬৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩০৩/৫ (ওয়াইলি ৭, ম্যাকিনি ৩, থাইন ৩৮, হামজা ১০৬, বেনকেনস্টাইন ২০, অ্যালিসন ৮২*, কার্নি ৩৬*; রোহানাত ১০-১-৫৪-১, ইকবাল ১০-০-৭৯-২, রিজান ৩-০-২০-০, মাহফুজুর ১০-০-৫৪-০, পারভেজ ৬-১-২০-০, রিজওয়ান ৭-০-৫১-১, ওয়াসি ৪-০-২৪-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.২ ওভারে ৩০৭/৪ (আদিল ৬, আশিকুর ২৪, রিজান ১৭, আরিফুল ৮১, আহরার ১০৮*, রিজওয়ান ৪৯*; ফারহান ৯-১-৪০-১, মর্গ্যান ১০-১-৬১-০, ডেনলি ৯-০-৪৩-২, জ্যাক ৯-০-৬৪-১, ওয়াইলি ৫-০-৩২-০, বেনকেনস্টাইন ২-০-১৯-০, থাইন ৫.২-০-৪৫-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আহরার আমিন
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল