অনলাইন ডেস্ক :
পাকিস্তানের মাটিতে বাবর আজমদের হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। ১৭ বছর পর পাকিস্তানে খেলতে এসে ইংলিশরা টেস্ট সিরিজ জিতল ৩-০ ব্যবধানে। চতুর্থ দিনে জয়ের জন্য ৫৫ রানের প্রয়োজন ছিল বেন স্টোকসদের। সেই রান তুলতে চতুর্থ দিন সকালে মাত্র ৩৮ মিনিট সময় নেয় ইংলিশরা, মাঠ ছাড়ে ৮ উইকেটের জয় নিয়ে। বেন ডাকেট ৮২ রান ও অধিনায়ক স্টোকস অপরাজিত ছিলেন ৩৫ রানে। এর আগে, করাচিতে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩০৪ রান করে পাকিস্তান। জবাবে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ৩৫৪ রান। দ্বিতীয় ইনিংসে অভিষিক্ত রেহান আহমেদের ইতিহাস গড়া বোলিংয়ে বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। অভিষেকেই সবচেয়ে কম বয়সে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। তার ঘুর্ণিতে পাকিস্তান গুটিয়ে যায় ২১৬ রানে। ফলে ইংল্যান্ড পায় ১৬৭ রানের লক্ষ্য, যা অনায়াসেই করে ফেলে সফরকারীরা। প্রথম ইনিংসে ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা হ্যারি ব্রুক হয়েছেন ম্যাচসেরা। সিরিজ সেরার পুরস্কারটাও ওঠেছে তার হাতে।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে