October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 7:50 pm

ইংল্যান্ড সফরে মায়াঙ্ক

অনলাইন ডেস্ক :

সময়টা খুব ভালো যাচ্ছিল না মায়াঙ্ক আগারওয়ালের। তবে অন্যান্যের দুঃসময় এবার সুখবর বয়ে আনল তার জন্য। বাদ পড়া এই ওপেনার নাটকীয়ভাবে আবার ডাক পেলেন ভারতের টেস্ট দলে। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের ভারতীয় দলে যুক্ত করা হয়েছে মায়াঙ্ককে। সোমবারই ইংল্যান্ডের পথে উড়াল দেবেন ৩১ বছর বয়সী ওপেনার। সরকারের সবশেষ কোভিড বিধি অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হবে না তাকে। তাই দলের প্রয়োজন হলে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে খেলতেও তার কোনো বাধা নেই। এমনিতে এই টেস্টের জন্য গত মাসে ঘোষিত দল থেকে বাদ পড়েছিলেন মায়াঙ্ক। তবে দল ঘোষণার পর চোটে পড়েন লোকেশ রাহুল। ইংল্যান্ডে যাওয়ার পর কোভিড পজিটিভ হন রোহিত শর্মা। এতেই মায়াঙ্কের ফেরার দুয়ার খুলে যায়। রোহিত শেষ পর্যন্ত সুস্থ হতে না পারলে একাদশেও দেখা যেতে পারে মায়াঙ্ককে। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দুই টেস্টে ¯্রফে ৫৯ রান করেন মায়াঙ্ক। এরপর আইপিএল কাটে তার জন্য হতাশাজনক। পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে আসরে মাত্র ১৯৬ রান করেন ১৬.৩৩ গড়ে। পরে রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে কর্নাটকের হারের ম্যাচে দুই ইনিংস খেলে করেন ১০ ও ২২। এরপরও আচমকাই সুযোগটি পেলেন তিনি। ক্যারিয়ারে এখনও পর্যন্ত ২১ টেস্ট খেলে ৪ সেঞ্চুরিতে তার রান ১ হাজার ৪৮৮, গড় ৪১.৩৩।