December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 17th, 2025, 4:58 pm

ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৭৫ থেকে ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সই হয়েছে। এই চুক্তির ভিত্তিতে ইইউ বাংলাদেশে একটি পর্যবেক্ষক প্রতিনিধি দল পাঠাবে। ইতোমধ্যে ডেলিগেশন প্রধানের নাম জানা গেছে। তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপস।

আখতার আহমেদ জানান, চুক্তিটি গত কার্যদিবসে সম্পন্ন হলেও ইইউ সদর দপ্তর ব্রাসেলসের অনুমোদন না পাওয়ায় তখন তা প্রকাশ করা হয়নি। গতকাল রাতে অনুমোদন নিশ্চিত হওয়ার পর আজ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে যে, প্রায় ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারেন। তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা ও কর্মসূচির বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে।

ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের যাতায়াত ও চলাচলের ক্ষেত্রে নির্বাচন কমিশন সহযোগিতা করবে। তবে পার্বত্য চট্টগ্রামের মতো কিছু সংবেদনশীল এলাকায় স্থানীয় নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

তিনি জানান, পর্যবেক্ষকরা প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিজেদের সঙ্গে নিয়ে আসবেন এবং কাজ শেষে তা ফিরিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি তারা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত নীতিমালা মেনে কাজ করবেন বলেও চুক্তিতে উল্লেখ রয়েছে।

এ ছাড়া ইইউ ছাড়াও তুরস্কসহ আরও দুই-একটি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ইসি সিনিয়র সচিব। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এনএনবাংলা/