May 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 6th, 2025, 4:29 pm

ইউআইইউর স্প্রিং–২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ

বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক:
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)–তে স্প্রিং–২০২৫–এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় রাজধানীর ইউআইইউ খেলার মাঠে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মো. আবুল কাশেম মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক মোহাম্মদ মুসা ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান সারোয়ার।

প্রধান অতিথি মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জন করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণার দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলি তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউআইইউর এক প্রাক্তন শিক্ষার্থী ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ট্রেড অ্যানালিটিকস এক্সিকিউটিভ ফাবিয়া শাহজাদী, এক অভিভাবক ও এক নবাগত শিক্ষার্থী। ইউআইইউ কালচারাল ক্লাবের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়। নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।