জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর থেকে বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ তদন্ত শুরু হয়েছে। গত সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দিন সরজমিনে তাহিরপুর এসে তদন্ত কাজ শুরু করেন। এ সময় বদলি হওয়া ইউএনও পদ্মাসন সিংহ উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে জগন্নাথপুর উপজেলায় কর্মরত আছেন। দুদকের অভিযোগ সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকা অবস্থায় পদ্মাসন সিংহ উপজেলার বড়দল উওর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া ওরফে কিবরিয়া মেম্বারের সঙ্গে যোগসাজশে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রির প্রক্রিয়া বাধাগ্রস্ত করে সিন্ডিকেটের মাধ্যমে গোপনে বিক্রি করে সরকারি মূল্য, ভ্যাট আয়করসহ রাজস্ব ফাঁকির পায়তারা করেন। এমন অভিযোগ তদন্তে ২০২০ সালের ১৯ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসককে প্রতিবেদন জমাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় দুদক। এ বিষয়ে ২০২১ সালের ৭ মার্চ তদন্তের তারিখ নির্ধারিত থাকলে করোনা পরিস্থিতির অজুহাতে তারিখ পেছানো হয়। উল্লেখ্য, ২০২০ সালে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো তাহিরপুরের মাহারাম, শান্তিপুর বালু মহালবিহীন নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা কয়েক কোটি টাকার বালু জব্দ করেন। এরপর নিলাম আহ্বান করা হলেও কৌশলে ইউএনওকে ব্যবহার করে নিলাম ভ-ুল করায় একটি সিন্ডিকেট। পরবর্তীতে ইউএনওর সঙ্গে গোপনে সমঝোতায় সরকারি কাজের অজুহাত তৈরি করে কিবরিয়া মেম্বার টানা কয়েকমাস ট্রলার (নৌযান) বোঝাই করে সরকারি মূল্য, ভ্যাট আয়কর বা কোনরকম রাজস্ব ছাড়াই কোটি টাকার বালু সরিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দেন। তদন্তের বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, সরজমিনে তদন্ত কাজ প্রায় শেষ করেছি এখন জেলা প্রশাসকের কাছে তদন্ত রিপোর্ট জমা দেয়ার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পরে তদন্ত প্রতিবেদন দুদকে পাঠানো হবে।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ