January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 20th, 2022, 8:29 pm

ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল : বেনি গ্যান্টজ

অনলাইন ডেস্ক :

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেবে না ইসরায়েল। কিয়েভ বাহিনীকে শক্তিশালী করতে ইসরায়েল অস্ত্র পাঠালে রাশিয়া-ইসরায়েল সম্পর্কে মারাত্মক অবনতি হবে বলে মস্কোর হুঁশিয়ারির দুই দিনের মাথায় ইসরায়েলের পক্ষ থেকে এমন ঘোষণা এল। তবে ইউক্রেনে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন ইসরায়েলের এই মন্ত্রী। খবর এএফপি ও আরব নিউজের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় গত বুধবার বেনি গ্যান্টজ বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আমাদের নীতি পরিবর্তন হবে না। আমরা পশ্চিমাদের সমর্থন দেওয়া অব্যাহত রাখব। আমরা অস্ত্র সরবরাহ করব না।’ ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েল মস্কোর সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য একটি সূক্ষ্ম কূটনৈতিক পন্থা অবলম্বন করে আসছে। ইসরায়েলের প্রতিবেশী দেশ সিরিয়ায় বিমান হামলার অভিযান চালিয়ে যেতে রাশিয়ার সহযোগিতা প্রয়োজন। সিরিয়ায় বর্তমানে রুশ সেনাদের উপস্থিতি রয়েছে এবং সেখানে ইসরায়েল প্রায়ই ইরান-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তারা তাঁদের দেশে বিপুলসংখ্যক ইহুদি বসবাসের কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। সোভিয়েত ইহুদিরা যখন ইসরায়েল থেকে বহুলাংশে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, স্নায়ুযুদ্ধের ওই সময়কার পরিস্থিতি এড়ানোরা চেষ্টা করছে তারা।