অনলাইন ডেস্ক :
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে ইউক্রেনকে ৪শ মিলিয়ন বা ৪০ কোটি ডলার সহায়তার চুক্তি সাক্ষর করেছে সৌদি আরব। বোরবার কিয়েভ সফরে গিয়ে এই বার্তা দিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, উত্তেজনা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে রিয়াদ। এদিন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন যুবরাজ ফয়সাল। সৌদি সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানান জেলেনস্কি। সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সমাধান চাই। যুদ্ধের সমাপ্তি আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত। জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী, যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। এর আগে ২০২২ সালের অক্টোবরে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে একটি ফেনালাপে ইউক্রেনকে মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরই পরিপ্রেক্ষিতে এ সহয়তা দেয়া হয়। এছাড়াও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় গত বছর সেপ্টেম্বরে ১০ বিদেশি বন্দিকে মুক্তি দেয় রাশিয়া। এদের মধ্যে ৫ জন ব্রিটিশ ও দুইজন মার্কিন নাগরিক ছিলেন।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার