December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 6th, 2023, 8:53 pm

ইউক্রেনের বিরাট বাঁধ উড়িয়ে দিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে একটি বিরাট বাঁধ হামলা চালিয়ে পুরোপুরি উড়িয়ে দিয়েছে রাশিয়া। বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে যুদ্ধ বিধ্বস্ত দেশটির কয়েকটি অঞ্চলে পানির ঢল নেমে এসেছে। ঘটনার পরে জরুরি বৈঠক ডেকেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (৬ জুন) ইউক্রেনের রাশিয়ার সেনাবাহিনীর দ্বারা অধিকৃত খেরসন এলাকায় ডিনিপ্রো নদীর উপর অবস্থিত নোভা কাখোভকা নামক একটি বাঁধ উড়িয়ে দিয়েছে রাশিয়া। এটিই ছিল ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় বাঁধ। তবে বাঁধ ধ্বংসের বিষয়ে এখনও কোন কিছু স্বীকার করেনি রুশ বাহিনী। বাঁধ ধ্বংসের জন্য ইউক্রেনকে দায়ী করছে তারা। অপর দিকে ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে রাশিয়ায় বাঁধটি উড়িয়ে দেয়ার জন্য দায়ী।

এভাবেই একে অপরকে দোষারোপ করছে যুদ্ধ লিপ্ত দুটি দেশ। এদিকে নোভা কাখোভকা নামক এই বাঁধটি ভেঙ্গে পড়ার পর জরুরি ভিত্তিতে ইউক্রেনের নিরাপত্তা পরিষদ ও প্রতিরক্ষা কাউন্সিলের সাথে বৈঠক ডেকেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার একটি টেলিগ্রাম বার্তায় ইউক্রেন প্রশাসন জানায়, দেশটির বিভিন্ন স্থানে পানির স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে বিপদ আক্রান্তদের সবরকম বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে বলা হয়েছে। এছাড়াও বার্তায়, জনগণকে স্থানীয় পুলিশ সদস্যদের নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে। ১৯৫৬ সালে অন্তত ৯৮ ফুট চওড়া এবং প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ বাঁধটি ইউক্রেনের কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে ডিনিপ্রো নদীর ওপর নির্মাণ করা হয়। বাঁধটি ক্রিমিয়ান উপদ্বীপ অঞ্চলে পানি সরবরাহের কাজেও ব্যবহার হতো। ২০১৪ সালে একে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা হয়।