অনলাইন ডেস্ক :
রাশিয়ার সেনা অভিযানে কার্যত বিপর্যস্ত ইউক্রেন। প্রায় ২০ হাজার ভারতীয় আটকে রয়েছেন সেখানে। রয়েছেন পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা। তারা মূলত চিকিৎসা, কম্পিউটার বিজ্ঞানসহ নানা বিষয়ের শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চালু করা হয়েছে হেল্পলাইন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টাও চালাচ্ছে রাজ্য সরকার। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকারও। তবে বিমান চলাচল স্বাভাবিক নয় বলে বাধা তৈরি হচ্ছে। ইউক্রেনে ডাক্তারি পড়ার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে। সেই কারণে অনেকেই মেডিক্যাল পড়তে পাড়ি দেয় ইউক্রেনে। পশ্চিমবঙ্গের একাধিক জেলার শিক্ষার্থী তাই আটকে রয়েছেন সেখানে। পরিবারের সঙ্গে ফোনে বা ভিডিও কলে যোগাযোগ হলেও, তাদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা থেকে গেছে। বেশিরভাগ শিক্ষার্থী জানিয়েছেন, তাদের খাবার ও জলের সংকট তৈরি হচ্ছে। এরইমধ্যে রুশ সেনারা যেভাবে অগ্রসর হচ্ছে তাতে পরিস্থিতি কতদিন নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইউক্রেনে পশ্চিমবঙ্গের কতজন বাসিন্দা আটকে আছেন, তা নিয়ে প্রত্যেকটি জেলার কাছ থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য সচিবালয়-নবান্ন। ইউক্রেনে আটকে রয়েছেন, এমন কোনও বাসিন্দার খবর যদি জেলা প্রশাসনের হাতে আসে, তাহলে সেই সংক্রান্ত খবর সঙ্গে সঙ্গে নবান্নে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ঠিকানা, বর্তমানে কোথায় রয়েছেন, পাসপোর্ট নাম্বার, ও যোগাযোগের নম্বর জানানোর নির্দেশ দিয়েছে রাজ্য। প্রতিটি জেলার জেলাশাসককে এই বিষয় দ্রুত তথ্য দিতে বলা হয়েছে। দিল্লিতে রেসিডেন্ট কমিশনার রয়েছেন, তাকে কেন্দ্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইউক্রেনের ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখবেন তিনি।
আরও পড়ুন
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান
টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক করবেন