January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 8:32 pm

ইউক্রেনে আমাদের সামরিক লক্ষ্য আরও প্রসারিত হচ্ছে: ল্যাভরভ

অনলাইন ডেস্ক :

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে আমাদের দেশের সামরিক লক্ষ্য এখন ডনবাস অঞ্চল ছাড়িয়ে গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়, গত বুধবার আরআইএ নভোস্তিতে ল্যাভরভের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন সংকট নিরসনে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছে। ইউক্রেনের প্রস্তাব গ্রহণে আমাদের প্রস্তুতি ছিল ২০২২ সালের মার্চের ভৌগলিক অবস্থানের ওপর ভিত্তি করে।ল্যাবরভ বলেন, ‘কিন্তু বর্তমান ভৌগলিক অবস্থান ভিন্ন। এটি শুধু ডিএনআর (দোনেৎস্ক পিপলস রিপাবলিক) এবং এলএনআর (লুহানস্ক পিপলস রিপাবলিক) সম্পর্কে নয়।’এ দুটি অঞ্চলের বেশ কিছু অংশ রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল। এর মধ্যে লুহানস্ক সম্পূর্ণ দখলে নিয়েছে রাশিয়া। দোনেৎস্ক অঞ্চলে চলছে তীব্র লড়াই।ল্যাভরভ বলেন, খেরসন, জাপোরিঝিয়া ও অন্য বেশ কিছু অঞ্চলের বিষয়ও এখন অন্তর্ভুক্ত। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং ধারাবাহিকভাবে এটি চলবে।এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মস্কো প্রতিবেশী দেশের দখল করা অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা করছে। এর পরই ল্যাভরভের এ মন্তব্য এলো।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, রাশিয়া কূটনীতি প্রত্যাখ্যান করেছে এবং রক্ত চাইছে, আলোচনা নয়।