অনলাইন ডেস্ক :
দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ওরিখিভ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার গোলাবর্ষণে চারজন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার (১০ জুলাই) জানিয়েছেন। আঞ্চলিক গভর্নর এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। গভর্নর ইউরি মালাশকো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘তারা একটি আবাসিক এলাকায় মানবিক সহায়তা বিতরণের স্থানে আঘাত করেছিল… ঘটনাস্থলেই চারজন মারা গেছেন : ৪৩, ৪৫ ও ৪৭ বছর বয়সী তিন নারী এবং ৪৭ বছর বয়সী এক পুরুষ।’ যুদ্ধ শুরুর আগে ওরিখিভে জনসংখ্যা ছিল প্রায় ১৪ হাজার, যা জাপোরিঝিয়া অঞ্চলের ফ্রন্টলাইন। রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিন গত বছর এ অঞ্চলের ওপর সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও সংযুক্ত করে নেওয়ার দাবি করেছিলেন।
অন্যদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল এক বিবৃতিতে বলেছেন, হামলাটি এক দিন আগে স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে হয়েছিল এবং নিহতদের পাশাপাশি ১৩ জন আহত হয়েছে। তিনি কিছু ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যায়, হামলায় একটি লাল ইটের দোতলা ভবন আংশিকভাবে ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষ ও ছাদের কলামগুলো পড়ে রয়েছে। ওরিখিভ শহরটি ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত, যেখানে ইউক্রেনীয় বাহিনী গত মাসে রাশিয়ান বাহিনীর কাছ থেকে ভারী সুরক্ষিত অবস্থানগুলো পুনরুদ্ধারের জন্য চাপ দিয়েছিল। সূত্র : এএফপি
আরও পড়ুন
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য