January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 2:33 pm

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩, আহত শতাধিক

এপি, ইউক্রেন :

ইউক্রেনের একটি শহরে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

কর্মকর্তারা বলছেন, কৃষ্ণ সাগরের একটি রাশিয়ান জাহাজ থেকে ছোঁড়া কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র রাজধানী কিয়েভ থেকে ২৬৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শহর ভিন্নিতসিয়াতে আঘাত হানে।

জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো বলেছেন, এখন পর্যন্ত ছয়টি লাশ শনাক্ত করা হয়েছে, আর ৩৯ জন এখনও নিখোঁজ রয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে,নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী তিন শিশু আছে। হাসপাতালে ভর্তি হওয়া ৬৬ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং ৩৪ জন গুরুতর আহত হয়েছে।

ভিন্নিতসিয়া অঞ্চলের গভর্নর সের্হি বোরজভ বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী চারটি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি ভূপাতিত করেছে।