January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 4th, 2022, 8:09 pm

ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়ে গেছে ২৫ লাখ মানুষ

অনলাইন ডেস্ক :

রাশিয়ার হামলা শুরুর পর প্রায় ২৪ লাখ ৮১ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে পোল্যান্ডে গেছে। পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে গত কয়েক সপ্তাহে সীমান্ত অতিক্রমের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।গত রোববার ২২ হাজার ৩০০ মানুষ সীমান্ত অতিক্রম করেছে; যা গত শনিবারের তুলনায় ৬ শতাংশ কম। এর আগে ৬ মার্চ রেকর্ড সংখ্যক এক লাখ ৪২ হাজার ৩০০ মানুষ সীমান্ত অতিক্রম করেছিল। বিবিসি জানিয়েছে, রুশ হামলা শুরুর পর গড়ে দৈনিক ১৬ হাজার ৪০০ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করত। রুশ হামলা শুরুর পর পোল্যান্ড থেকে চার লাখ ৫৭ হাজার মানুষ ইউক্রেনে প্রবেশ করেছে। ইউক্রেনে প্রবেশের হার অবশ্য দিন দিন কমেই যাচ্ছে। সোমবার (৪ঠা এপ্রিল) পোল্যান্ড থেকে ইউক্রেনে প্রবেশ করেছে ১৫ হাজার মানুষ; যা গত শনিবারের তুলনায় ছয় হাজার কম। সূত্র : বিবিসি।