অনলাইন ডেস্ক:
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন নিয়ে আলোচনা না করলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন।
একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং এরপরই এই হুমকি দেন তিনি। বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ট্রাম্প অবশ্য সম্ভাব্য এই অতিরিক্ত নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টিও দেখছে। ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আরও কিছু করা উচিত বলেও এসময় নিজের দৃষ্টিভঙ্গির জানান দেন তিনি।
ট্রাম্প বলেন, আমরা (ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির) জেলেনস্কির সঙ্গে কথা বলছি, আমরা খুব শিগগিরই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও কথা বলতে যাচ্ছি। ট্রাম্প আরও বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও চাপ দিয়েছিলেন।
ট্রাম্পের ভাষায়, “তিনি (শি জিনপিং) এ বিষয়ে খুব বেশি কিছু করেননি। তার অনেক ক্ষমতা আছে, যেমনটা আমাদেরও অনেক ক্ষমতা রয়েছে। আমি বলেছিলাম— আপনাকে এটি নিষ্পত্তি করা উচিত। আমরা এটি নিয়ে আলোচনা করেছি।”
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেছিলেন, কিয়েভকে রাশিয়ার প্রতি ছাড় দিতে বাধ্য করার জন্য চাপ দেবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে।
শপথ নেওয়ার পর ট্রাম্প সোমবার বলেছেন, পুতিনের একটি চুক্তি করা উচিত। আমি মনে করি তিনি চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন। ট্রাম্প আরও বলেন, ভলোদিমির জেলেনস্কি তাকে বলেছেন— যুদ্ধের অবসান ঘটাতে তিনি একটি শান্তি চুক্তি চান।
আরও পড়ুন
আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪
বিএনপি-খেলাফত মজলিশের বৈঠকে যে আলোচনা হলো
চকলেট চাইলেন কামাল মজুমদার, পলকের আইনজীবীর প্রশ্ন, ‘আর কত রিমান্ড’