অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ইউটিউব থেকে জোড়া স্বীকৃতি পেয়েছেন। এমন সুখবরে তার ভক্ত-অনুরাগীরা ভীষণ আনন্দিত। শাকিবও এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত। শাকিব খান গত বৃহস্পতিবার তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে এই স্বীকৃতি পাওয়ার সংবাদ সবার সঙ্গে শেয়ার করেন। ভিডিওতে শাকিব জানান, ইউটিউব থেকে একটি গোল্ডেন প্লে ও একটি সিলভার প্লে বাটন পেয়েছেন। শাকিব খান ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবারের জন্য সিলভার প্লে বাটনের স্বীকৃতি লাভ করেছেন। এই চ্যানেলে শাকিব নিজের সিনেমার খবর ও তার শুটিংয়ের বিভিন্ন বিষয় প্রকাশ করেন। পাশাপাশি শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ লাখ অতিক্রম করেছে। ইউটিউব কর্তৃপক্ষ ১০ লাখ বা ১ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হলে গোল্ডেন প্লে বাটন প্রদান করে। শাকিবের এসকে ফিল্মস ইউটিউব চ্যানেল ২০১৮ সালে যাত্রা শুরু করে। চ্যানেলটির সাবস্ক্রাইবার প্রায় ১১ লাখ। চ্যানেলটি দেড় বছর আগে ১০ লাখ সাবস্ক্রাইবার পূরণ করেছিল। সে সময়ে স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে এসকে ফিল্মসের মালিক শাকিব খান গোল্ডেন প্লে বাটন পেয়েছিলেন। কিন্তু সেই কথা শাকিব এতদিন প্রকাশ্যে আনেননি।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল