ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও সৌদি আরবের ইন্টারহেলথ হাসপাতালের মধ্যে বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একটি স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে হাসপাতাল দুটি নিকট ভবিষ্যতে স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার বদর আল বদর ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার উপস্থিতিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী এবং ইন্টারহেলথ হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: মতিক সাদ আল শেহরানি।
উক্ত চুক্তি স্বাক্ষরের সময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দীপংকর দত্ত (এসিএস) এবং মানব সম্পদ ও সাপ্লাই চেইন বিভাগের মহাব্যবস্থাপক উইং কমান্ডার মো: আব্দুল হাফিজ সরকার (অব:)। চুক্তি স্বাক্ষর শেষে উভয় দেশের প্রতিনিধিগণ একত্রে কাজ করার বিষয়ে একমত হোন।
——প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের আহবায়ক ইকবাল, সদস্য সচিব মোস্তাফিজ
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম সম্মাননা পেলেন শামছুল আলম
চাকরি হারাতে পারেন ৫৪ লাখ বাংলাদেশি