July 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 11th, 2025, 8:21 pm

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত গরবিনী মা সম্মাননার ১ যুগপূর্তি অনুষ্ঠিত

প্রতিবছরের ন্যায় এবারও ১১ ই মে, রবিবার, সারাবিশ্বের মত বাংলাদেশে পালিত হয়েছে “বিশ্ব মা দিবস”। এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে দ্বাদশ বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান “গরবিনী মা-২০২৫”। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি বলেন ‘মায়ের দুধের ঋণ কোনো সন্তানই শোধ করতে পারে না। তাই মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকতে হবে আজীবন। মা-ই আমাদের জীবনের প্রথম ও শেষ আশ্রয়।’ প্রধান অতিথি উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননা এর প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে প্রত্যেক সন্তান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তীর মায়ের অসুস্থতায় রোগ মুক্তি কামনায় তারা ২০১৪ সাল থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছেন। শুরুতে ৫ জন গরবিনী মাকে এই সম্মাননা প্রদান করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এবছর গরবিনী মা সম্মাননার এক যুগপূর্তি উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গরবিনী মায়েদের উত্তরীয় পরিয়ে দেয় ইউন্নিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১২জন সুনাগরিকের গরবিনী মা কে সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন- প্রশাসন ক্যাটাগরিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ- এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ – এর মা মনোয়ারা বেগম, আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, ব্রাহ্মণবাড়িয়া – এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ রেজাউল করিম এর মা রেজীয়া বেগম, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়- এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এর মা মোছাম্মৎ রেজিয়া খাতুন, অর্থনীতি ক্যাটাগরিতে বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এর মা আয়েশা আক্তার, আইন শৃঙ্খলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- এর ডেপুটি কমিশনার কাজী নুসরাত এদীব লুনা এর মা ফরিদা আফরোজা, চিকিৎসা ক্যাটাগরিতে বাংলাদেশের ল্যাপারোস্কপিক সার্জারির পথিকৃৎ চিকিৎসক প্রফেসর সরদার এ নাঈম এর মা রাজিয়া কাদের, প্রকৌশল ক্যাটাগরিতে খ্যাতিমান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও হাইরাইজ বিল্ডিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার এ.কে.এম সাইফুল বারি এর মা মোছা: হাজেরা বেগম, সাংবাদিকতা ক্যাটাগরিতে বাংলাভিশন- এর ডেপুটি হেড অব নিউজ মো: মাহফুজুর রহমান এর মা রাজিয়া খাতুন, সংগীত ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা এর মা লুৎফুন্নাহার লুৎফা, অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী ও মডেল ড. সুমাইয়া শিমু এর মা লায়লা রহমান, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্য, চলচ্চিত্র অভিনেতা ও মডেল আব্দুন নূর সজল এর মা কানিজ ফাতেমা এবং ব্র্যাক ব্যাংক – প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী বর্ষা রানী বীণা এর মা শ্রীমতী শৈল বালা।
বিঃ দ্রঃ গরবিনী মা সম্মাননায় কোন মরণোত্তর পদক প্রদান করা হয় না।

গরবিনী মা-২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠানে- সকল মা’কে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেল্‌থ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, গরবিনী মা সম্মাননা রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান।