August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 14th, 2025, 4:09 pm

ইউনিয়নকে ঢাকা-১৯ থেকে ঢাকা- ২ এ অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত আসন পূণর্বিন্যাসে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তির বিপক্ষে ও ঢাকা-১৯ আসনে দুই ইউনিয়ন বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৩ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়া ব্রিজে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় হাতে হাত ধরে কয়েকশ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা-১৯ আসনের সাথে থাকতে চাই। আমরা ঢাকা-২ আসনে যেতে চাই না। আমাদের ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে। তাই আমরা সারা জীবন ঢাকা-১৯ আসনে ছিলাম ও ভবিষ্যতেও থাকতে চাই।”

এ সময় তারা আরও বলেন, “আমাদের ঢাকা-১৯ আসনে না রাখলে আমরা ঢাকা-আরিচা মহাসড়ক, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক ও বিরুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ করব। তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি, আমরা ঢাকা-১৯ আসনে থাকতে চাই।”

এ সময় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাবেক বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মনিরুল হক।

এস এম মনিরুল ইসলাম,সাভার