December 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 23rd, 2025, 11:39 pm

ইউনিলিভার বাংলাদেশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, পরবর্তী শুনানি ৭ জানুয়ারি

 

হাইকোর্টের আদেশ অমান্য করায় দেশের অন্যতম বহুজাতিক কোম্পানী ইউনিলিভার বাংলাদেশের বিপক্ষে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। সংক্ষুব্ধ দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মামলার প্রেক্ষিতে হাইকোর্ট ইউনিলিভারের কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন আদালত অবমাননা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোঃ আসিফ হাসানের এক দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রুলের জবাব দিতে ইউনিলিভারের চেয়ারম্যান জাবেদ আক্তার, সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া হক এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট এর প্রধান সাদমান সাদিকিন- এই চার কর্মকর্তা কে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ই জানুয়ারি এই বিষয়ে পরবর্তী আদেশ দেবেন আদালত।

মামলার আইনজীবী আলী আজগর ফয়সাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের জানান, বিপনন প্রতিষ্ঠান অগ্রণী ট্রেডিং কর্পোরেশন এবং মাসুদ এন্ড ব্রাদার্স, প্রায় দুই যুগ ধরে ইউনিলিভারের পণ্য বিপণন ও বাজারজাত করে আসছে। কিন্তু গত জুলাই মাসে একটি চিঠি দিয়ে একতরফাভাবে চুক্তি বাতিল করার নোটিশ দেয় ইউনিলিভার কর্তৃপক্ষ। এতে সংক্ষুব্ধ হয়ে এই দুটি প্রতিষ্ঠান চুক্তির শর্তানুযায়ী সালিশকারী নিয়োগের জন্য সালিশ নোটিশ দেয়। 

মামলার আইনজীবী আলী আজগর ফয়সাল সাংবাদিকদের জানান, ইউনিলিভার সালিশে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালে অগ্রণী ট্রেডিং কর্পোরেশন এবং মাসুদ এন্ড ব্রাদার্স ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে ইউনিলিভারের চুক্তি বাতিলের চিঠি কার্যকর না করার জন্য এবং অন্য কাউকে এদের স্থলে পরিবেশক নিয়োগ না দেওয়ার জন্যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন জানায়। তিনি বলেন, বিজ্ঞ আদালত উক্ত আবেদন শুনানি না করে, আগামী  ২৮জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত এই আবেদনের শুনানি মুলতবি রাখেন । কিন্তু এরপর প্রতিষ্ঠানদুটি হাইকোর্ট বিভাগে আবারও মামলা দায়ের করায় গত ২৩শে সেপ্টেম্বর আদালত দুটি প্রতিষ্ঠানের চুক্তি বাতিলের চিঠি এবং তৃতীয় পক্ষকে পরিবেশক নিয়োগের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়। এতে ইউনিলিভার কর্তৃপক্ষ সংক্ষুব্ধ হয়ে আপিল বিভাগে, লিভ টু আপিল দায়ের করলে আদালত কোন আদেশ দেননি।

স্থিতাবস্থা বহাল থাকা অবস্থায় ইউনিলিভার বাংলাদেশ কর্তৃপক্ষ হাইকোর্ট এর আদেশ অম্যান্য করে, নতুন করে তৃতীয় পক্ষকে পরিবেশক নিয়োগ দেওয়ায় এবং প্রতিষ্ঠান দুটিকে কার্যাদেশ অনুযায়ী পণ্য সরবরাহ না করায় হাইকোর্ট বিভাগ আদালত অবমাননার রুল জারি করেন বলেও জানান আইনজীবী আলী আজগর ফয়সাল।