January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 2nd, 2023, 5:39 pm

ইউনূসের বিচার স্থগিতে বিশ্বনেতাদের আহ্বানের পাল্টা বিবৃতি দিয়েছেন দেশের ১৭১ বিশিষ্ট নাগরিক

নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ স্থগিত করার জন্য বিশ্ব নেতাদের আহ্বানের প্রতিক্রিয়ায় দেশের মোট ১৭১ জন বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী এবং পেশাজীবী একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) এই বিবৃতি দিয়েছেন তারা।

১৭১ জনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিসার হোসেনের সই করা বিবৃতিতে বলা হয়েছে, একাধিক দেশের কয়েকজন নোবেল বিজয়ী, আইনপ্রণেতা, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন। ‘যা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বিচার বিভাগের জন্য একটি স্পষ্ট হুমকি বলে মনে হচ্ছে।’

এতে বলা হয়েছে, ‘ওই খোলা চিঠিতে নিম্নলিখিত বেশ কিছু নৈতিক এবং আইনি অসুবিধা দেখা দিয়েছে।’ যা বাংলাদেশের সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী বিচারকরা তাদের বিচারিক ভূমিকায় সম্পূর্ণ স্বাধীন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীসহ রাষ্ট্র পরিচালনায় জড়িত কারোরই বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই।

এতে বলা হয়েছে, ‘উক্ত চিঠির বিবৃতি বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) স্বীকৃত শ্রমিকদের মৌলিক অধিকারের পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি যে ইউনূসের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচার ‘নিরপেক্ষ বিচারক’ দ্বারা পরিচালিত হওয়ার জন্য খোলা চিঠিতে দেওয়া আহ্বান বাংলাদেশের বিচার ব্যবস্থাকে অসম্মান করেছে।’

বিবৃতিতে সই করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, অভিনেতা, লেখক ও নাট্যকাররা।

বিবৃতিতে সই করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরীফ এনামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইতিহাসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বিএসএমএমইউর সাবেক ভিসি কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফায়েক উজ্জামান, পদার্থবিজ্ঞানী ড. এ.এ মামুন, ইতিহাসবিদ মুনতাসির মামুন এবং ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. অধ্যাপক আতিউর রহমান।

নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, সুবর্ণা মুস্তাফা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, লাকী এনাম ও চঞ্চল চৌধুরী, কবি নির্মলেন্দু গুণ, সাংবাদিক আবেদ খান, সমাজবিজ্ঞানী ও লেখক অধ্যাপক বুলবুল ওসমান, সাংবাদিক অজয় দাশগুপ্ত, সাংবাদিক শ্যামল দত্ত, লেখক শাহরিয়ার কবির, কবির, ইঞ্জিনিয়ার নুরুল হুদা, প্রজন্ম ৭১-এর সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজউদ্দিন ফকির, শিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ বিবৃতিতে সই করেছেন।

২৮আগস্ট, শতাধিক নোবেল বিজয়ী সহ ১৭০ জনের বেশি বিশ্ব নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দিয়ে বলেছেন, ‘আমরা উদ্বিগ্ন যে তিনি (ইউনূস) সম্প্রতি লক্ষ্যবস্তু হয়েছেন, যা আমরা বিশ্বাস করি যে তিনি ক্রমাগত বিচারিক হয়রানির শিকার হচ্ছেন।’

—-ইউএনবি