জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেস্কো) স্বীকৃতি পেয়েছে ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হানাফিয়া জামে মসজিদ।
গত ১ ডিসেম্বর সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক অফিস থেকে প্রকাশিত এক অনলাইন বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইউনেস্কো। এশিয়া প্যাসিফিক অঞ্চল ফিজি থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিভিন্ন দেশের শ্রেষ্ঠ কাজগুলোকে প্রতিবছর স্বীকৃতি দেয় ইউনেস্কো। সেজন্য এ পুরস্কারের নাম দেয়া হয়েছে এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন।
ইউনেস্কো জানিয়েছে, ২০২১ সালে ছয়টি দেশের ৯টি স্থাপনাকে স্বীকৃতি দেয়া হয়েছে। বাংলাদেশ ছাড়াও কাজাখস্তান, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ডেরের বিভিন্ন স্থাপনা এ স্বীকৃতি পেয়েছে।
১৮৬৮ সালে ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় পুলিশের চাকরিরত দারোগা আমিন উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয়। এরপর থেকে এলাকাবাসীর কাছে কারুকাজ খচিত এই মসজিদটি জনপ্রিয় হয়ে ওঠে। দূর দুরান্ত থেকে অনেক মুসল্লিরা দারোগা বাড়ির মসজিদে নামাজ আদায় করতে আসেন।
২০২১ সালে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঐতিহ্যবাহী মসজিদটি নতুনভাবে সংস্কার করে আধুনিক রুপ দেন।
মসজিদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইউনেস্কো মসজিদটিকে স্বীকৃত দেয়ায় কেরানীগঞ্জবাসী গর্বিত। তিনি এখন থেকে মসজিদটির সকল প্রকার দেখাশুনার দায়িত্ব পালন করার কথা জানান।
—ইউএনবি
আরও পড়ুন
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আজ
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?