January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 5th, 2022, 7:18 pm

ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান: ব্যারাক ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়িতে ইউনাইটেড পিপলস ডেমেক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় সংগঠনটির চারটি ব্যারাক, দুটি ডিউটি পোস্ট ও একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে সেনাবাহিনী।
শনিবার ভোর ৫টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের একদল সেনা সদস্য এ অভিযান চালায়।
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান বলেন, তারা ইউপিডিএফের চারটি ব্যারাক, দুটি ডিউটি পোস্ট ও একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেন।
তিনি বলেন, ইউপিডিএফ সদস্যরা সেখানে অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে মানুষকে হয়রানি ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ করে আসছিল।
এ সময় ইউপিডিএফ ও সেনা সদস্যদের মাঝে গুলি বিনিময় হয় বলেও দাবি করেন এই সেনা কর্মকর্তা।
প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেনা সদস্যরা তাদের প্রশিক্ষণ সরঞ্জাম ও নথি জব্দ করেছে বলেও জানান তিনি।

—ইউএনবি