গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নে মঙ্গলবার বিজয়ী প্রার্থীর হামলায় পরাজিত মেম্বার প্রার্থী নিহত হয়েছেন।
নিহতের স্বজনরা জানায়, বিকালে হরিরামপুর ইউনিয়নের বিজয়ী মেম্বার প্রার্থী ফিরোজ কবীর মিছিল নিয়ে যাচ্ছিলেন। চৌরাস্তা নামক এলাকায় মিছিলকারীরা পরাজিত মেম্বার প্রার্থী সাহারুলের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই সাহারুল গুরুতর আহত হয়। তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। নিহতের উপর হামলা হয়েছে ঠিক, কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
–ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার