অনলাইন ডেস্ক :
উয়েফা ইউরোপা লিগের ম্যাচে সেরিফের বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতের এই ম্যাচে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানইউ। গোল পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৪৪তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসনের পাসে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন দিয়েগো দালট। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। ৮১তম মিনিটে গোল করে রেড ডেভিলসদের বড় জয় নিশ্চিত করেন রোনালদো। এই জয়ের ফলে ‘ই’ গ্রুপ থেকে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। ম্যাচ শেষে রোনালদোর পারফরম্যান্স সম্পর্কে ম্যানইউ কোচ এরিক টেন হাগ বলেন, ‘সে নিজেকে সঠিক জায়গায়ই রাখছিল। হাল ছেড়ে দেয়নি। এটা আসলে ওর পুরো ক্যারিয়ারেরই চিত্র। শেষ পর্যন্ত হাল না ছাড়ার পুরস্কার পেয়েছে সে। ’
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর